৮ম তম আদিবাসী তরুণের সেচ্ছায় রক্ত দান

 ৮ম তম আদিবাসী তরুণের সেচ্ছায় রক্ত দান     

আদিবাসী রক্ত সঞ্চালন পরিসেবার পক্ষ থেকে ৮ম তম আদিবাসী তরুণ রাবিন্দ্র খালকো এর সেচ্ছায় রক্ত দান করেন। 
২৪শে সেপ্টেম্বর ২০২০ই তারিখে বেলা ২ ঘটিকার দিকে রংপুরের জনসেবা ক্লিনিক এক মা কে সেচ্ছায় রক্ত দান করেন। 
আমরা যখন জনতে পারি যে এক মায়ের জন্য রক্তের প্রয়োজন,তখন আমাদের আদিবাসী রক্ত সঞ্চালন পরিসেবার একজন কে পাঠিয়েছি, সে গিয়ে রক্ত দান করেন।
আমরা তরুণ প্রজন্মের উদ্যোগে আদিবাসীদের সেচ্ছায় রক্ত দান করে সেবা প্রদান করে আসতেছি যা চলামন রয়েছে।
আমাদের কে আপনারাও সহযোগীতার হাত বাড়িয়ে দিন এবং নিজে রক্ত দান করুন এবং অন্যকে উৎসাহ করুন।




রক্তের প্রয়োজনে যোগাযোগ করুনঃ- 01856768427
 আমাদের পেজের সাথেই থাকুন শেয়ার করে অন্যদের কে জানার সুযোগ করে দিন।

আমাদের পেজের লিংকঃ-    https://www.facebook.com/ibts2020.blogspot/

আমাদের পেজের ওয়েবসাইটঃ
www.ibts2020.blogspot.com  



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৭ তম আদিবাসী তরুণের সেচ্ছায় রক্ত দান

১৫তম আদিবাসী তরুণের রক্ত দান

বর্তমান সময়ে আদিবাসী রোগীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে আর সাথে করে রক্তের প্রয়োজন হচ্ছে কিন্তু রক্তদাতা নাই.......