১৭তম আদিবাসী তরুণের সেচ্ছায় রক্ত দান আদিবাসী তরুণদের উদ্যোগে আদিবাসী রক্ত সঞ্চালন পরিসেবা শুধু মাত্র আদিবাসীদের জন্য রক্ত দান করে সেবা করে আসতেছি যা বর্তমান চললমান রয়েছে। এখন পর্যন্ত ১৭জন কে আমাদের তরুণেরা সেচ্ছায় রক্ত দান করেছেন এবং সকলেই মোটামুটি বেশ সহযোগিতা করতেছে। মানবতার ডাকে আরে আদিবাসী তরুণ গত ১৭ই নভেম্বর ২০২০ তারিখে প্রিয় ভা, জয় দাস ডোমারের ছোট রাউতা (আন্ধারুমোড়) আপডেট ক্লিনিকে সেচ্ছায় গিয়ে রক্ত দান করেন। আপনারাও আমাদের সাথে থাকুন এবং অন্যদের কে সেচ্ছায় রক্ত দান করতে উৎসাহ করুন। আমাদের ফেসবুক পেজঃ https://www.facebook.com/ibts2020.blogspot/ ওয়েবসাইটঃ-www.ibts2020.blogspot.com বিঃদ্রঃ প্রচার নয় সেবাই আমাদের মূল লক্ষ্য
আদিবাসী তরুণের ১৫ তম রক্ত সেচ্ছায় রক্ত দান তরুণ প্রজন্মের উদ্যোগে আদিবাসী রক্ত সঞ্চালন পরিসেবার পক্ষ থেকে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তরুণ সুজন কেরকেটা গত ০৩ শে সেপ্টেম্বর ২০২০ইং রংপুরের লাকী ক্লিনিক মানবতার ডাকে সাড়া দিয়ে সেচ্ছায় রক্ত দান করে আদিবাসীদের সেবা দান করেন। আমরা চাইবো আমাদের ডাকে এবং মানবতার ডাকে আদিবাসীদের জন্য, নিজের জাতির জন্য আপনিও সেচ্ছায় রক্ত দান করুন এবং অন্যদের কে রক্ত দান করতে উৎসাহ করুন। আমাদের ফেসবুক পেজঃ https://www.facebook.com/ibts2020.blogspot/ আমাদের ওয়েবসাইটঃ www.ibts2020.blogspot.com রক্তের প্রয়োজনেে যোগাযোগ করুনঃ 01865868427 শেয়ার করে সকল আদিবাসীদের জানার সুযোগ করে দিন। বিঃদ্রঃ প্রচার নয় সেবাই আমাদের মূল লক্ষ্য।
‘‘আদিবাসী রক্ত সঞ্চালন পরিসেবা’’ বর্তমান সময়ে আদিবাসী রোগীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে আর সাথে করে রক্তের প্রয়োজন হচ্ছে। আমাদের ফেসবুকের পেইজে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে রক্তের জন্য প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে থাকে। কিন্তু আমরা সবাই কে চাহিদা মতো রক্ত সংগ্রহ করতে পারি না। কেননা আমাদের আদিবাসী সমাজের তরুণ প্রজেন্মের যুবকেরা সেচ্ছায় রক্তদান থেকে অনেক পিছিয়ে আছে। যারা এর আগে রক্ত দিয়েছে তারাই শুধু আবার দিয়ে থাকে। কিন্ত আমরা যখন সকলেই এগিয়ে আসবো তখন আমরা সকলের চাহিদা মতে রক্ত সংগ্রহ করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। আর একটা কথা শেয়ার করতে খারাপ লাগলেও না বলে থাকতে পারলাম না!! অনেক পরিবার আছে যারা তাদের রক্তের প্রয়োজনে আমাদের কাছে আসে কিন্ত আমরা যখন তাদেরে কাছে যাই এবং তাদের সন্তানের কাছে এক (০১) ব্যাগ রক্ত দানের জন্য অনুরোধ করি কিন্ত তখন আমরা পাই না। এটা সত্যেই দুঃখজনক বিষয় । কিন্ত এমন করলে আমরা কারো পাশে দাড়াঁতে পারবো না। তাই সকল আদিবাসীদের কাছে বিশেষ ভাবে অনুরোধ আপনারা আমাদের কে সহযোগিতা করুন আর আমরাও আপনাদের কে সহযোগিতা করতে পারবো বলে মনে করি। Help: 0156801062...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অসংখ্য ধন্যবাদ,
আমাদের পেজের সাথেই থাকুন এবং সকলকে জানার সুযোগ করে দিন।
আমাদের অফিসিয়াল ফেসবুকে পেইজে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হলো- https://www.facebook.com/ibts2020.blogspot/