নওগাঁয় আদিবাসী তরুণের সেচ্ছায় রক্তদান

"আদিবাসী রক্ত সঞ্চালন পরিসেবা " এর পক্ষ থেকে ৫ম ব্যক্তির স্বেচ্ছায় রক্ত দান। ডানারের নামঃঅলক পাহান, গ্রামঃখাপড়া,উপজেলাঃমহাদেবপুর,জেলাঃনওগাঁ।।রক্ত গ্রহিতার নামঃরাম কুজুর। গ্রামঃধরনায়। উপজেলাঃপত্নীতলা,জেলাঃনওগাঁ।  রোগীর সমস্যাঃরক্ত শূণ্যতা। স্থানঃনজিপুর মেডিক্যাল সেন্টার এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, নজিপুর,পত্নীতলা, নওগাঁ।তারিখঃ০৮/১২/২০২০ ইং।ব্লাডগ্রুপঃ AB+..।।ডোনার অলপ পাহানকে আমাদের পরিবারের পক্ষ 

থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৭ তম আদিবাসী তরুণের সেচ্ছায় রক্ত দান

১৫তম আদিবাসী তরুণের রক্ত দান

বর্তমান সময়ে আদিবাসী রোগীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে আর সাথে করে রক্তের প্রয়োজন হচ্ছে কিন্তু রক্তদাতা নাই.......